শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় শেখ কামাল পৌর অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সমাজ কল্যান ও ত্রান বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সহ সভাপতি গিয়াস উদ্দীন লিটন পেশকার পৌর আওয়ামীলী, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জুথী, ছাত্রলীগের আহবায়ক রিদোয়ান শিকদার সহ পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।