শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি,পিরোজপুর :
পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা সোহরাব হোসেন (৫৫) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করে মাংস লুটে নিয়েছে । গত চারদিন আগে গোয়ালঘর থেকে চুরি হয়ে যায় দরিদ্র কৃষকের হালের বলদটি।
রবিবার বিকালে গ্রামের খালের পাড়ে চুরি হওয়া ওই গরুর মাথা, চামড়া ও চারটি পায়ের গোড়ালী দেখতে পেয়ে কান্নায় ভেঙে পরেন দরিদ্র ওই কৃষক।
ভূক্তভোগি সোহরাব হোসেন উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের নয়ারহাট বাজার এলাকার মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে।
কৃষক সোহবাব হোসেন জানান, গত বৃহস্পতিবার প্রতিদিনের মত গরু মাঠ থেকে নিয়ে সন্ধ্যায় গোয়াল ঘরে রাখে। রাতের কোন এক সময় লাল রংয়ের ষাঁড় গরুটি চুরি করে নেয় দুর্বৃত্তরা। পরে অনেক খোজাখুজির চারদিন পর বাড়ির কিছুটা দুরে বেড়ীবাধের পাশে গরুর মাথা, পা ও চামড়া দেখতে পান। গরুটির বাজার মুল্যে ৫০ হাজার টাকা হবে বলে দাবি করেন। পরে কৃষক মঠবাড়িয়া থানা পুলিশকে অবহিত করেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী কৃষক সোহরাব হোসেন আরও জানান, গত বছরেও তার গোয়াল ঘর থেকে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের একটি গরু নিয়ে দুর্বৃত্তরা খেয়ে ফেলে। দুর্বৃত্তদের ভয়ে ভয়ে কোন আইনী ব্যবস্থা নেননি।
তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ইতোমধ্যে দুর্বত্তরা তাকে মোবাইলে হুমকিও দিয়েছে। নাম বললে বা মামলা করলে আমাকে ও আমার ছেলেকে খুন করে ফেলবে এ ভয়ে কিছুই করতে পরছিনা।।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।