কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
পিরোজপুরের কাউখালীতে পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। অসহায় হয়ে পড়ছে সাধারণ ক্রেতারা। ভারত থেকে বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই কাউখালীতে পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
কাউখালী সদরে ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি করলেও মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ ১৮০ টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি করছে। উপজেলার গ্রামগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করছে। হঠাৎ করে যেন পেঁয়াজ বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে।
মুদি দোকানদার রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম জানান, বাজারের পেঁয়াজ সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করা হচ্ছে। বর্তমানে মোকাম থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে।
ক্রেতা মাসুম বিল্লাহ জানান, শুক্রবার সকালে যে পেঁয়াজ ১০০ টাকায় ক্রয় করেছি তা আজকে ২০০ টাকা ধরে কিনতে হচ্ছে। ক্রেতারা সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সাধারণ জনগণ বাজার মনিটরিং জোরদার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান জানান, আলাদা আলাদা ভাবে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কোন ব্যবসায়ী যদি সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।