কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি জাহানারা হাবিব, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক কুমকুম ভট্টাচার্য, লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খাতুন মিলি, অর্থ সম্পাদক চায়না মজুমদার, পরিবেশ সম্পাদক শিউলি কর্মকার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক।