শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
সারা বছর গরু পালন করে ১-২ টা করে বিক্রির মাধ্যমে সংসার চালান কৃষক পরিমল ও রেখা রানী দম্পতি। কিন্ত গত শনিবার দিবাগত গভীর রাতে গোয়ালের ৬ টি গরু চুরি হয়ে গেছে তাদের। আর একটি ছোট বাছুর রেখে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। একই রাতে তাদের প্রতিবেশী সিদ্দিকুর রহমান লালেরও ১ গরু চুরি হয়। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক পরিমল বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক পরিমল জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলোকে গোয়াল ঘরে রেখে নিজেরা ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর ৪ টার দিকে বাইরে বের হয়ে দেখেন গরু নেই। শুন্য গোয়াল পড়ে আছে। তখন বুঝতে পারেন গরুগুলো চুরি হয়ে গেছে। এরপর প্রতিবেশিদের ডাক দেন। এতে প্রায় ৪-৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সিদ্দিকুর রহমান জানান, পরিমলের ডাক চিৎকারে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালে রাখা গরুটিও নাই।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, গরুচুরির ঘটনাটি সত্য। বিষয়টি দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারী একই এলাকার মাহারাজ হাওলাদারের গোয়াল থেকে ৫ টি এবং আবুলকালাম হাওলাদারের গোয়াল থেকে ২ গরু চুরির ঘটনা ঘটে।