কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, রফিকুল ইসলাম রফিক,হাফেজ মাসুম বিল্লাহ, সাইফুল্লাহ মনির প্রমুখ। পরে সকলের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কাউখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি ওমর ফারুক (নয়া শতাব্দী), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (দৈনিক আমার দেশ) যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ (দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ ছায়ফুল্লাহ মনির (দৈনিক দিনকাল), প্রচার ও সাহিত্য সম্পাদক হোসাইন আল শাহরিয়ার (দৈনিক মতবাদ), নির্বাহী সদস্য মোঃ তারিকুল ইসলাম (দৈনিক সময়ের আলো), হাসান বাদল (সম্পাদক কাউখালী বার্তা), নজরুল ইসলাম (দৈনিক সমকাল), (দেবদাস মজুমদার দৈনিক কালের কন্ঠ), বশির আহম্মেদ (দৈনিক আমাদের সময়)।