শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ভান্ডারিয়া উপজেলা কৃষক দলের আয়োজনে ৬৭ নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
এত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ মাহমুদ হোসেন।
তিনি বলেন, “রাষ্ট্রের টাকা লুটপাট করে কেউ সারতে পারবে না, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের বিচার করা হবে। যারা ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদের টাকা লুটপাট করেছে আপনারা সাথে থাকলে তাদের টাকাও আদায় করা হবে। বিএনপি জনগণের অধিকার রক্ষায় সর্বদা পাশে থাকবে এবং যেকোনো ধরনের লুটপাট বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে।
উপজেলা কৃষক দলের সভপতি আব্দুর রহমান মল্লিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, ভান্ডারিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপি আহবায়ক মান্নান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, ছাত্র দলের আহবায়ক উজ্জাল প্রমূখ্য।