শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫ ‘শূণ্য’ প্লাস অভিযানের শুভ উদ্ভোধন নেছারাবাদে চাঁদা না দেয়ায় বাবা ছেলেকে রড দিয়ে বেদম পেটানোর অভিযোগ সভাপতি- মজিবর রহমান , সম্পাদক-হাসান ইকবাল! ভাণ্ডারিয়া কল্যান সমিতির কমিটি গঠন সভাপতি মোস্তফা, সম্পাদক নুসরাত! পিরোজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন পিরোজপুরের দুটি সেতুর নাম পরিবর্তন মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি, প্রতিবাদে ব‌্যবস‌ায়ী‌দের মানববন্ধন পি‌রোজপু‌রে জনতার হা‌তে ভুয়া পুলিশ আটক ৩১ দফা বাস্তবায়নে ভান্ডারিয়ায় আলোচনা সভা নেছারাবাদে অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার ভ্যানে বাসের ধাক্কায় পিতা-পুত্র নিহত রিয়াদ সভাপতি- রফিক সম্পাদক- কাউখালী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার পিরোজপুর দুটি আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা পিরোজপুরে আ’লীগের সভাপতি আউয়াল ও সহ-সভাপতি সাবেক মেয়র মালেকের বাড়িতে আগুন ভান্ডারিয়ায় একই রাতে পাঁচ বাড়িতে ডাকাতি ভান্ডারিয়ায় মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন ও মা সমাবেশ অনুষ্ঠিত অটো চাপায় স্কুল ছাত্রী নিহত ভান্ডারিয়ায় একরাতে ৭ টি গরু চুরি কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ
নেছারাবাদে চাঁদা না দেয়ায় বাবা ছেলেকে রড দিয়ে বেদম পেটানোর অভিযোগ

নেছারাবাদে চাঁদা না দেয়ায় বাবা ছেলেকে রড দিয়ে বেদম পেটানোর অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে নেছারাবাদ উপজেলার সমুদয় কাটি ইউনিয়নের মৈশানি গ্রামে পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় ননী গোপাল সরকার (৬০) ও তার ছেলে শম্ভু সরকারকে (৪৪) রড দিয়ে বেদম পেটানোর অভিযোগ পাওয়া গেছে নয়ন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নয়ন গাজী একই গ্রামের মৃত হাফিজুর রহমান গাজীর ছেলে।
রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে ছেলে শম্ভু সরকারের অবস্থা গুরুতর। এখন হাসপাতালে ভর্তি নিয়ে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিমা আক্তার বলেন, আহত শম্ভু সরকারের অবস্থা বেশ গুরুতর। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়েছেন।
ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, নয়ন গাজী কয়েকদিন যাবত আমার বাবার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছে। কিন্তু ভয়ে এই বিষয়ে কারো সাথে শেয়ার করিনি। তাছাড়া আমাদের কাছে নগদ কোন টাকা পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। আজকে সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন দিতে না রাজি হলে রড দিয়ে আমার ভাইয়ের (শম্ভু সরকার) শরীরে এলোপাথাড়ি পিটিয়েছেন।
চিকিৎসাধীন ননী গোপাল সরকার বলেন, আমি শেখেরহাট বাজারে গিয়েছিলাম নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে। এ সময় আমার ছেলেকে পিটাচ্ছে শুনে বাড়িতে আসলে আমাকেও বেদম মেরেছে নয়ন গাজী। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলাম। এখন বৃদ্ধ জনিত কারণে কোন কাজ করতে পারছি না। আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমার ব্যাংকে ও নগদ কোন টাকা নেই। আমি এর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নয়ন গাজী মুঠোফোনে বলেন, ননী গোপাল সরকারের সাথে জাগা জমি নিয়ে দ্বন্দ্ব আছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। কোর্টে মামলা চলমান। আজ সকালে ওই জায়গায় গাছের বেপারী এনে গাছ বিক্রি করতে ছিল। আমি বাধা দিলে তাদের সাথে দস্তা দস্তি হয়। রট দিয়ে পিটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে রড দিয়ে পিটানো হয়নি চিকন ধরনের কোন কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দুই একটি পিটান লাগতে পারে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!