সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ আমির হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম।
ভান্ডারিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ ওসমান গনি আকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোফাজ্জল হোসাইন, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি তমিজ উদ্দিন কাজল মিয়া, ভান্ডারিয়া পৌর জামায়াতের আমির মাওঃ মোহাম্মদ আবুল বাসার প্রমুখ।