বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার মোঃ শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ হোসেন, তেলিখালী ইউপির প্যানেল চোরম্যান বাহার উদ্দিন বাদলসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় বক্তারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মাদক, ইবটিজিং এবং কিশোর গ্যাং রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সচেতনতা বাড়ানোসহ ছোটখাট চুরি এবং বাহির থেকে কোন গোষ্ঠী এ উপজেলার সুনাম নষ্ট করতে না পাড়ে সে জন্য সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।