মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
উপার্জনক্ষম প্রতিবন্ধী মেয়ে খুন! দিশেহারা পরিবার

উপার্জনক্ষম প্রতিবন্ধী মেয়ে খুন! দিশেহারা পরিবার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে একটি হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া তিন মেয়েই প্রতিবন্ধী। দারিদ্র্যতায় নিমজ্জিত সেলিম হাওলাদার ও রাজিয়া বেগম দম্পত্তির আশার বাতিঘর ছিলেন বড় মেয়ে রাবেয়া সাবরিন লিখন (২৮)। পরিবারে লিখন ছিল একমাত্র উপার্জনক্ষম সদস্য। শারীরিক সামর্থ্য (বাক প্রতিবন্ধী) নিয়েও সে টঙ্গীর ‎শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করে সংসার চালানোর চেষ্টা করছিল। বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে, ছোট দুই প্রতিবন্ধী বোনের ভবিষ্যৎ গড়তে সে ছিল আলোর দিশারি। কিন্তু সেই আলোই নিভে গেল হঠাৎ।

গত ১৯ মে গাজীপুর মহানগরের টঙ্গী গাজীবাড়ি (পুকুরপাড়) এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার হয় লিখনের হাত-পা-মুখ বাঁধা লাশ। তার শরীরে আঘাতের চিহ্নই ইঙ্গিত দেয় ভয়াবহ নির্যাতনের। খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় তার নিজ এলাকা ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। প্রতিবন্ধী দুই বোনের চোখে ভয়ের ছায়া। পরিবারের আয়ের একমাত্র উৎস হারিয়ে তারা এখন পুরোপুরি দিশেহারা।

পরিবার সূত্রে জানাযায়, প্রায় এক বছর আগে গাজীপুর মহানগরের টঙ্গী গাজীবাড়ি (পুকুরপাড়) এলাকার গোলাম মোস্তফার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে টঙ্গীর ‎শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট (মৈত্রী শিল্প) কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন। ওই কক্ষে মা রাজিয়া বেগমকে নিয়ে বসবাস করতে থাকেন। রোববার রাতে লিখন একাই বাসায় ছিলেন। সকাল ৯টার দিকে পাশের ভাড়াটিয়ারা লিখনের কক্ষের দরজা বাহির থেকে আটকানো দেখতে পান। পরে দরজা খুলে ওড়না এবং গামছা দিয়ে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় বিছানার ওপর লিখনের লাশ দেখতে পান।

নিহত লিখনের মা রাজিয়া বেগম জানান, আমার বড় মেয়েই একমাত্র ভরসা ছিল সংসারের। ওর বাবা অসুস্থ। ও চাকরি করে কিছু টাকা রোজগার করতো। সেই টাকাতেই সংসার ও দুই প্রতিবন্ধী দুই মেয়ের লেখাপড়ার খরচ চলাতো। এখন আমায় চালানোর মতো কেউ নাই। আমি এখন সর্বহারা।

স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana