মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামী সুমন হাওলাদার এর বসতবাড়ীটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী মোদাচ্ছের মৃধা জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মৃত আলী আকবর হাওলাদার এর বাড়ী (ছেলে সুমন ও রুমান হাওলাদার) বাড়ীর চারদিক আগুন ধরিয়ে দিলে, গ্যাসের সিলিণ্ডার বিস্ফোরনের বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এসময় ওই বাড়ীতে কোন লোক ছিল না। ভস্মিভূত বাড়ীটির ১০ ফুটের মধ্যে তার বাড়ী। তার ছেলে ফোরকান মৃধা স্ত্রী, সন্তান নিয়ে যে ঘরটিতে ঘুমিয়ে ছিল মুণ্ডর্তের মধ্যে সেটিতে আগুন ধরে যায়। অল্পের জন্য তার ছেলে ও নাতী নাতনী প্রাণে বেঁচে যান। এলকাবাসী জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অগ্নি কাণ্ডের সংবাদ দিলে রাত ২টার দিকে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে সুমন হাওলাদার এর বাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রতিবেশী মোদাচ্ছের মৃধার বাড়ীটিরও আংশিক ক্ষতি হয়েছে।
সুমন হাওলাদার এর ভাই রুমান হাওলাদার গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজেকে ছাত্রদল নেতা দাবী করে এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামীলীগ তথা তাদের প্রতিপক্ষকে দায়ী করেছেন। আবু সালেহ হত্যা কাণ্ডের পর থেকে ওই বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে।
উল্লেখ্য; জমি ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ২৫ মার্চ রাতে ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে আবু সালেহ হাওলাদার (৩৭) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এসময় তার ভাই আবুল বাশার রুবেল এর একটি পা বিচ্ছিন্ন করে ফেলে প্রতিপক্ষ। এ ঘটনায় ২৫ মার্চ রাতে নিহতের ছোট বোন বাদী হয়ে ১৬ জনকে আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলা প্রধান আসামীর স্ত্রী রেকসনা বেগম এবং আসামী সুমন হাওলাদারকে গ্রেপ্তার করে ।