মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা’- এই ভিশন সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার পৌর অডিটোরিয়াম মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ভাণ্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পিরোজপুর জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মোঃ আব্দুর রউফ প্রমুখ।