ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পিরোজপুরের ইন্দুরকানীতে দিন ব্যাপি এক সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৮ জুন বুধবার উপজেলার কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এলাকার কিশোর কিশোরী, যুবক যুবতী, বয়স্ক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্টল প্রদর্শন, কিশোর কিশোরী ও যুবকদের ম্যারাথন দৌড়, উন্নয়ন মেলা এবং সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু, কিশোর, যুবক, অভিভাবক ও অতিথিদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক দিয়ে যাই সংস্থার সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন গাজী। এসময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন শিশির কুমার বিশ্বাস, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকার যুবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।