শনিবার (২১ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর কমিটির সভা বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি খালিদ আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা জার্নালিজম ফর সুন্দরবনস ফোরামের সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, সদস্য ফসিউল ইসলাম বাচ্চু, ওয়াহিদ হাসান বাবু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, শফিকুল ইসলাম মিলন, তামিম সরদার, হাসিবুল ইসলাম হাসান, হাবিবুর রহমান, কুমার শুভ রায়, জার্নালিজম ফোরাম এর নেছারাবাদ উপজেলার আহ্বায়ক আনোয়ার হোসেন।
প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, তরিকুর ইসলাম, ইয়থ ফর সুন্দরবন মঠবাড়িয়ার আহ্বায়ক রাসেল রায়হান, ইয়থ ফর সুন্দরবন নেছারাবাদের আহ্বায়ক সুবর্ণা আক্তার প্রমূখ।
সভায় পিরোজপুর জার্নালিজম ফর সুন্দরবনস কমিটি, ফোরামের নীতিমালা, সাংবাদিকদের করণীয় বিষয়সহ সুন্দরবন সম্পর্কিত বিস্তারিত বিভিন্ন আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সংলগ্ন এলাকার জনগণকে অসচেতন এবং যথাযথ ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত শহরের রাস্তা, অলিগলি, ড্রেন ও খালপাড়ে ময়লাার স্তুপ জমছে পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে তা ভয়াবহ ক্ষতির কারণ হয়ে পড়েছে। সচেতন নাগরিকদের পক্ষ থেকে এই অস্বাস্থ্যকর ও পরিবেশবিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে বারবার আহ্বান-আপত্তি জানানো হয়েছে। অনতিবিলম্বে দ্রুত সম্ভব দেশের প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বক্তারা।