কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ কিশোরীকে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুর দুইটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে কাউখালী কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান ও চেক বিতরণ করেন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমান মিজান।
অনুষ্ঠান শেষে ১৮ বছর পূর্ণ হওয়ায় ৭ জন শিক্ষার্থীদের মাঝে এক লক্ষ চার হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়।