মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাঁচাবাজার টোলসেটে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জালিছ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন আর রশীদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির।
অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, বাজার ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য হাসান মীর।