কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সম্মেলন জোলাগাতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু।
সম্মেলন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান হাসান কবির ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য জাকির হোসেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি,রফিকুল ইসলাম রফিক, লিয়াকত তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই।
সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে উপস্থিত কাউন্সিলরদের প্রস্তাব সমর্থনে সভাপতি পদে মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক পদে শাহ আলম সেপাই ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী বেলায়েত হোসেন নির্বাচিত হয়।