মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন

ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন

oplus_0

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
চাকুরী দেয়ার কথা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের আলমগীর হোসেন গাজীকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার সকাল ১১টায় থানার সামনে এলকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অভিযুক্ত আলমগীর গাজী নদমূলা গ্রামের আলী আহমদ গাজীর ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন, সৌদি প্রবাসি লোকমান হোসেন গাজী, মো. মামুন সরদার, মজিবুর রহমান, ইব্রাহিম হাওলাদার, মো. জাকির হোসেন খান, মো. ইউছুব হাওলাদার, সাথী আক্তার, কাওছার হোসেন সরদার, মো. হোসেন গাজী। উক্ত মানববন্ধনে এলাকার কয়েকশ নারী পুরুষ অংশ নেন।

বক্তরা বলেন, বাগেরহাটে পুলিশ সুপারের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নদমূলা গ্রামের বাসিন্দা গত দুই বছরে নদমূলা গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাইতে গেলে মারধর করাসহ, মিথ্যা মামলায় হয়রানিসহ বিভিন্নভাবে হুমকি প্রদান করে এই আলমগীর গাজী।

নদমূলা গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে পিরোজপুর আদালতের নোটিশ জারি কারক মো. মামুন সরদার বলেন, আমার মামাতো ভাই ভিটাবাড়ীয়া গ্রামের রাব্বি হাওলাদারকে জেলা গোয়েন্দা পুলিশে চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে ২০২৪ সালে ৫ লক্ষ টাকা নেয়। চাকুরী দেয়া তো দুরের টাকা ফেরত চাইতে গেলে তাকে গালাগালসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করতে আসে।
একই গ্রামের আ. রব হাওলাদার এর ছেলে ইব্রাহিম হাওলাদারকে পুলিশে চাকুরী দেয়ার কথা বলে চেকের মাধ্যমে ৩ লক্ষ টাকা নেয়। ইব্রাহিম হাওলাদার জানান, চাকুরীতো দিতে পারেনি পাওনা টাকা চাইলে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় সে।  আঃ মালেক গাজী জানান, তার ছেলেকে খাদ্য অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে ২ লক্ষ টাকা নেয়। মৃত মোসলেম খান এর ছেলে জাকির খানএর কাছ থেকে খাদ্য অধিদপ্তরে চাকুরী পাইয়ে দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নেয়। একটি গভীর নলকুপ পাইয়ে দেয়ার কথা বলে পিয়ারা বেগম কাছ থেকে নেয় ২৫ হাজার টাকা বলে তিনি জানান। বিআরটিএ থেকে মোটর ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেয়ার কথা বলে মো. কাওছার সরদার এর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়,কিন্তু আজও পাননি তিনি।  বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তুরী পদে চাকুরী দেয়ার কথা বলে আরিফ গাজীর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়। একই গ্রামের অসহায় কোহিনুর বেগমকে বয়স্ক ভাতা পাইয়ে দেয়ার কথা বলে ২ হাজার ৫শত ঘুষ নিয়ে আজও ফেরত দেয়নি।

ভিডিও দেখতে ক্লিক করুন:

এছাড়া প্রতিবেশী.সৌদি প্রবাসী মো.লোকমান হোসেন গাজী জানান, আলমগীর গাজী একজন ভূসিদস্যু, সন্ত্রাসী এবং প্রতারক সে নিজে একজন পরিচ্ছন্ন কর্মী হয়েও এলাকায় এসে নিজেকে বাগোরহাট পুলিশ সুপারের কার্যালয়ের বড় কর্মকর্তা এবং শেখ হেলালের সঙ্গে তার সখ্যতা আছে পরিচয় দিয়ে  এলকার অর্ধশত লোকে কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তিনি সৌদি থেকে আসার পরে আলমগীর তার বাড়ী ঘরে হামলা চালায়। তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করাসহ ঘর বাড়ী ভাঙচুর চালায় আলমগীর গাজী ও তার ছেলে সিফাত ও সিহাম।

ভুক্ত ভোগীরা তার কাছে টাকা ফেরত চাইতে  মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়ার কথা বলে হুমকি দেয়। এমনকি শারীরিকভাবে লাচ্ছিত করে। এ সব টাকা আত্মসাৎ করে ইতিমধ্যে আলমগীর গাজী বাগেরহাটে ও খুলনায় দুটি বাড়ী কিনেছেন এই আলমগীর গাজী।

লোকমান গাজী আরও জানান, শুধু মাত্র অর্থ আত্মসাৎ করেই খান্ত হয়নি এই আলমগীর গাজী। সে একজন চরিত্রহীন লম্পট, এ পর্যন্ত একাধিক বিয়ে করেছেন। অন্য বউকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন। মানববন্ধনে বক্তারা অনতি বিলম্বে আলমগীর গাজীকে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক বিচার দাবী জানান।

অভিযুক্ত বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহায়ক আলমগীর গাজী এসব অভিযোগ অস্বীকার করে বলেন এলাকার একটি পরিবারের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ আছে। এ কারণে তার বিরুদ্ধে এগুলো হচ্ছে। এ চক্রটি তিনি এবং তার স্ত্রী এবং ছেলে ওপর হামলা পর্যন্ত চালিয়েছে। এ ঘটনা তিনি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana