মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
আবুক কালাম,ইন্দুরকানী,পিরোজপুর প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে যখন দেশের হাট বাজার দোকান সহ সকল প্রকার আয় রোজগারের পথ বন্ধ যখন নিম্ন আয়ের মানুষেরা দিশাহারা খাবারের জন্য হাহাকার ঠিক তখনই অসহায়দের পাশে খাদ্য সহায়তা নিয়ে ছুটে এল উপজেলা আওয়ামীলগ যুবলীগ উপজেলার পাড়ের হাট ইউনিয়ানের ২১৬ টি নি¤œ আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল খাদ্য সহায়তা বিতরন করেছে।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এড্যাঃ এম মতিউর রহমান, পিরোজপুর জেলা যুব লীগ সিনিয়র সদস্য মিজানুর রহমান খরসু খলিফা, উপজেলা যুব লীগ সাংগঠনিক সম্পাদক সমাজসেবক যুব নেতা কামরুজ্জামান শাওন তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম ছরোয়ার বাবুল মুক্তি যোদ্ধা বাবু গৌতম হালদার,ইউপি সদস্য মহশিন হাওলাদার প্রমুখ। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম মতিউর রহমান বলেন আমরা আপনাদের পাশে আাছি আপনারা ভয় পাবেননা সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রান সহযোগীতা করা হবে তাছার ব্যাক্তি ও দলিয়ো উদ্যোগে সহযোগীত করা হবে আপনা না খেয়ে থাকবেন না। তিনি সমাজের বিত্তবানদের স্থানীয় পর্যায় অসহায় গরিব দুখিদের সাহায্য সহযোগীতার আহবান জানান এবং সরকারের আইন মেনে ঘরের ভিতর থাকবেন।
কামরুজ্জামান শাওন বলেন আমি পাড়ের হাটের শন্তান আল্লাহ আমাকে তাওফিক দিলে আপনাদের পাশে ছিলাম আছি থাকব। আপনা যে কোন প্রয়োজনে বিপদের সময় আমাকে পাশে পাবেন। আমি খেলে আপনারও খেতে পারবেন ইনশা আল্লাহ।তিনি সবাইকে ঘরে থাকার আহবান জানান।