মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
“পল্লীবিদ্যুতের গাফিলাতি” নবীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

“পল্লীবিদ্যুতের গাফিলাতি” নবীনগরে বিদ্যুৎপৃষ্টে গৃহবধুর মৃত্যু

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধু মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইব্রাহিমপুরের সাহা পাড়ায়। নিহত গৃহবধুর নাম লক্ষী রাণী সাহা (৩৫)। নিহত গৃহবধু ইব্রাহীম পুর সাহাপাড়ার শান্তি রঞ্জন সাহার স্ত্রী।

পল্লীবিদ্যুতের গাফিলাতির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঐ গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। তারা আরও বলেন, দুই খুটির মাঝখান থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুর ঘাটে পড়ে থাকার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলেও তারা জানান ।

খোঁজ নিয়ে জানা যায়,লক্ষী রানী সাহা শুক্রবার সকালে রান্নাবান্নার কাজে পুকুর ঘাটে গেলে তাকে ঐখানে পল্লীবিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারে পেচানোরত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশী টুম্পা রানী সাহা।

এ সম্পর্কে টুম্পা রানী সাহা বলেন, আমি ঘর থেকে বের হয়ে পুকুর ঘাটে লক্ষ্য করে দেখি লক্ষী রানী সাহা ঘাটলার উপরে পড়ে আছে,কোন নড়াচড়া করছেনা। ঐ অবস্থায় আমি কাছে গিয়ে তাকে উঠাতে চাইলে আমাকে কে যেন জোরে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়।পরোক্ষণে আমি আমার স্বামীকে ডেকে এনে এগিয়ে গিয়ে দেখি তার হাতের মুঠোতে বিদ্যুতের ছেঁড়া তারের একাংশ ওতার সারা শরীলে বিদ্যুতের তার পেচানো রয়েছে এবং হাতের খানিকটা বিদ্যুতের আগুনো জ্বলে গেছে। পরে আমার চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন এসে জড়ো হয়ে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার আরেক প্রত্যেহ্মদর্শী তাদের নিকট আত্মীয় নাম প্রকাশে অনিচ্ছুক বৃদ্ধা বলেন,আমরা বার বার পল্লী বিদ্যুতের লোকজনের কাছে ঝুঁকিপূর্ন লাইন ঠিক করার কথা বলেও কোন প্রতিকার পাইনি,তারা এসে কি করে না করে তা বুঝে উঠতে পারিনা। এ বিযয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা সবকিছু ঠিক আছে বলে জানায়। আজ আরো অনেক লোক মারা যেত এদের গাফিলতির কারনে ,পল্লী বিদ্যুতের লোকজনের গাফিলতির কারনেই লক্ষী মারা গেছে বলে কান্না শুরু করে দেন তিনি।

যেখানে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে সার্ভিস চার্জ বাবদ টাকা নেয়া হচ্ছে তারপরও তারা কেন ঠিকমত সার্ভিস করছে না এই সম্পর্কে এ জি এম এ কে এম বদরুদ্দীন বলেন, উনারা আমাদের কাছে কোন অভিযোগ করেনি। গতকাল ঝড়ে কাঁঠাল গাছের গোড়ায় মাটি সরে গেলে গাছটি তারের উপর পড়ে ছিড়ে যায়। এই ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।বদর উদ্দিন এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান,লাইন কভার দেয়ার জন্য দুই খুঁটির মাঝে ১৫০ ফিট দূরত্ব থাকে কিন্তু এখানে এর বেশি থাকায় তার ছেঁড়ার ঘটনাটি ঘটেছে, তাছাড়া পাশে কয়েকটি কাঁঠাল গাছও রয়েছে এবং ঘরের বারান্দায় যে খুটি ব্যবহার হয় তা দিয়ে সাপোর্টিং লাইন টানা হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এই রকম আরো অনেক জায়গায় ঝুঁকিপূর্ন লাইন রয়েছে,দ্রুত এই সকল ঝুঁকিপূর্ন লাইনে কাজ করা হবে।

এই বিষয়ে সুশীলরা মনে করেন,পল্লী বিদ্যুতের যদি গাফিলতি না থাকতো তবে অল্প বয়সে লক্ষীর প্রাণ ঝরে যেত না। তারা অতি দ্রুত দায়িত্বে অবহেলাকারীদের শাস্তি দাবিসহ উপজেলার সকল ঝুঁকিপূর্ন বৈদ্যুতিক লাইন সংস্কারের জোর দাবি জানান।

পল্লীবিদ্যুতের এজিএম এ কে এম বদরুদ্দীন বলেন, উনারা আমাদের কাছে কোন অভিযোগ করেনি। গতকাল ঝড়ে কাঁঠাল গাছের গোড়ায় মাটি সরে গেলে গাছটি তারের উপর পড়ে ছিড়ে যায়। এই ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana