শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার আজ শনিবার রাত ৮টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার সিটি হাসপাতালে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহী…………..রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ একেএমএ আউয়াল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমসহ পিরোজপুর প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।