কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া মতুয়া আশ্রমের আয়োজনে বুধবার দুপুরে নতুন ধানে হবে নবান্ন বাংলার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক নবান্ন উৎসব উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ এর মহাসচিব সাগর সাধু ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দোলা গুহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, উপজেলা কৃষি অফিসার সোমা দাস, কাউখালী মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল কুমার হাওলাদার, মতুয়া নেতা রিপন কুমার সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জ্যোতির্ময় রতন চক্রবর্তী।