মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার গ্রাহকের পানির মিটার চুরির অভিযোগে চোর চক্রের সদস্য মুসা মিয়া (২০) নামের এক যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ চোর চক্রের সদস্যকে মিটারসহ হাতে নাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে অভিযুক্ত মুসা মিয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডিত মুসা শহরের বহেরাতলা মহল্লার মো. সালাম মিয়ার ছেলে।
এছাড়া পৃথক অভিযানে পৌরসভার বিভিন্ন গ্রাহকের চুরি হওয়া ১৯ টি পানির মিটার উদ্ধার করা হয়। এসময় চুরির সাথে জড়িত তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, গ্রাহকদের অধিকার সুরক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।