মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতনিধিঃ
অসহায় ও দুঃস্থ্য মানুষের সেবায় বিএনপি পরিবার এর ব্যানারে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ভাণ্ডারিয়ার হাজারো মানুষ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল কবিল লাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হোসেন আকন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমান আলী ফরাজী প্রমূখ। উক্ত মেডিকেল ক্যাম্পে আর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার রফিকুল কবির লাবু ছাড়াও চর্ম ও যৌন, গাইনি, কার্ডিওলজিস্ট, মেডিসিন সহ ৮ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন। নেতৃবৃন্দ এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, রাজনীতি হওয়া উচিত সেবা মূলক। বক্তারা নেতা কর্মীর উদ্দেশে বলেন সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার আহবান জানান।