মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে ও ভান্ডারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ হালিম হাওলাদার, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ফারুক সিকদার, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক অহিদুল হাওলাদার, পৌর বিএনপি নেতা এনামুল কবির সোহেল সরদার, হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের পিরোজপুর জেলা সদস্য পবিত্র বেপারী, ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সিকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এ দেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।