মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
আজ শনিবার দুপুর ২ টার দিকে উপজেলায় বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর- পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মশিউর রহমান (৬০) ও তার সহকারী মুয়াজ (৪০)। নিহত মশিউর রহমানের বাড়ি মাগুরা জেলায় এবং তার সহকারীর বাড়ি ফরিদপুর জেলায়।
পুুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজাপুর- পাকাপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মশিউর রহমান ও তার সহকারী মুয়াজ নিহত হন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।