রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমান এর সাজা বাতিলের দাবীতে মানববন্ধন কাউখালীতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিসের সময়সূচী মানছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমাদুলের পরিবারকে ভাণ্ডারিয়া বিএনপি’র আর্থিক সহায়তা প্রদান ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ কাউখালীতে সমুদ্রগামী মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ ভান্ডারিয়ায় পুত্রবধূর দায়ের কোপে শ্বশুরের মৃত্যু গণ হত্যার দায়ে শেখ হাসিনাকে এ দেশের মাটিতে এনে ফাঁসির দাবী ভাণ্ডারিয়া সংবর্ধনা সভায় বিএনপি নেতৃবৃন্দ ভান্ডারিয়ায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে গুলিবিদ্ধ নাঈম কাউখালীতে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে নতুন দেশের ছবি ইন্দুরকানীতে সাংবাদিকের মাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট  ভান্ডারিয়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কাউখালীতে ছাত্রদলের মিছিল সমাবেশ কাউখালী থানা পুলিশকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন ভবিষ্যতে রাজনীতি করা অনেক কষ্টকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা পিরোজপুরে নিজের ঘর থেকে কৃষকের হাত পা বাধা মরদেহ উদ্ধার ভান্ডারিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের পুনর্বাসিতদের প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন কাউখালীতে অংশীজনের অংশগ্রহণে মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হারুনকে ডিবি থেকে বদলি ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

রাজাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

কামরুল হাসান মুরাদ নিজস্ব প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্কুলের পাকা ভবন নির্মান কাজ অব্যাহত থাকার অভিযোগ। উপজেলার মৃত আঃ কাদের ফরাজীর ছেলে মোঃ জসীম উদ্দীন ফরাজী লিখিত অভিযোগ করে জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের নির্মান কাজ জোরপূর্বক চালানো হচ্ছে। ২৩জানুয়ারী বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৫জনকে বিবাদী করে ঝালকাঠি অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারার এম.পি কেস নং ৪৪/২০২০ মোকদ্দমা দায়ের করি। মামলার স্মারক নং-১৪৯। বিজ্ঞ আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত পক্ষদ্বয়কে বর্নিত সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার মর্মে রাজাপুর থানা কর্তৃক এ.এস.আই নেছার উদ্দীন এর মাধ্যমে ২৮জানুয়ারী উভয় পক্ষের নিকট নোটিশ প্রদান করেন। নোটিশ তফসিল বর্ণিত সম্পত্তি ঃ রাজাপুর থানাধীন বারবাকপুর মৌজার জেএল নং-৩১ এসএ খতিয়ান নং-৩২৭ এসএ দাগ নং-৪৬৬/৪৬৭/৪৬৯ মোট জমির পরিমান ৪ একর ৭৫ শতাংশ। তন্মধ্যে বাদীর প্রাপ্প্য ৩২ শতাংশ। যাহা এসএ ৪৬৬/৪৬৯ নং দাগে ২৩ শতাংশ বিরোধীয়। নোটিশে বলা হয়েছে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত পক্ষদ্বয়কে বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য। যদি কোন পক্ষ বিজ্ঞ আদালতের আদেশ ভঙ্গ করিয়া বর্ণিত সম্পত্তিতে প্রবেশ করে এবং ইহাতে যদি কোন প্রকার দাঙ্গা হাঙ্গামার কারনে শান্তি শৃঙ্খলা বিঘœ হয় তাহলে সেই পক্ষের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। পরবর্তী ১৭/২/২০২০ইং তারিখে পক্ষদ্বয়কে বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন। তারপরেও স্কুলের কর্তৃপক্ষ পাকা ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। আরো জানান, বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নামে যে দলিল আছে তার দাতা আঃ বারী ফকির। তিনি ১৯৮৪ সালে ৫০ শতাংশ জমি স্কুলের জন্য দান করেন। উক্ত জমির দলিল নং-৩১৮৬/৮৪, এস.এ খতিয়ান-১৪৪,এস.এ দাগ-২৬২,৪১৪,৪১৬,৪৬৪। উক্ত ৫০ শতাংশ জমি দাতা নিজেই ভোগদখল করতেছেন। স্কুল কর্তৃপক্ষ উক্ত জমিতে না গিয়ে আমার পিতার সম্পত্তিতে জোর করে মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। বিদ্যালয়টি যেখানে অবস্থান করছে সেই জায়গায় আমার পিতার নামে ৩২ শতাংশ জমি বারবাকপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কতৃপক্ষ জোর করে ভোগ দখল করতে চায় এবং উক্ত জমিতে আমার পিতার রোপনকৃত গাছ কেটে পাঁকা ভবন নির্মানের চেষ্টা করছে। ভবন নির্মান ঠিকাদারের ১০-১৫জন লেবার দ্রুত মাটি কাটার কাজ করিতেছে।
এ বিষয়ে বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার মিস্ত্রি বলেন, ঝালকাঠি অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারার এম.পি কেস নং ৪৪/২০২০ মোকদ্দমা নোটিশ পেয়েছি। নোটিশে কোথাও লেখা নেই যে কাজ করা যাবে না। সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বলা হয়েছে। ১৭/২/২০২০ইং তারিখে পক্ষদ্বয়কে বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেছেন। এই মামলার কিছু দিন আগে আরো একটি মামলার নোটিশ করে ছিল মোঃ জসীম উদ্দীন ফরাজী সেই মামলায় আমরা স্কুল কর্তৃপক্ষ রায় পেয়েছি। রায় পাওয়ার পর ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!