মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শ্রী গুরু সঙ্ঘের গুরু পূজা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টার দিকে শ্রী গুরু সঙ্ঘ মন্দিরে গুরু পূজা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের সরকারি কলেজ সড়কের শ্রী গুরু সঙ্ঘ মন্দির থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে থানা কালি মন্দির ও কেন্দ্রীয় হরিসভায় প্রার্থনা করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন রাজাপুর শ্রী গুরু সঙ্ঘের সভাপতি শ্যামল কর্মকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইন চার্জ মো.জাহিদ হোসেন, শ্রী গুরু সঙ্ঘ রাজাপুর শাখার সাধারন সম্পাদক অনিল চন্দ্র শীল,হিন্দুবৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিত্যান্দ সাহা, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দেবনাথ, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার,সাংগঠনিক সম্পাদক স্বপন সমাদ্দর, হরিসভার সভাপতি প্রানবল্লব সাহা, সহ -সভাপতি নেপাল দেবনাথ, শ্রীগুরু সঙ্ঘের যুগ্ম সম্পাদক সঞ্জয় কর্মকার , কোষাধক্ষ জয়দেব কর্মকারসহ অনেক কর্মী শিস্য ভক্ত শোভাযাত্রায অংশগ্রহন করেন। ভোগরাগের শেষে সকলের মাঝে অন্য প্রসাদ বিতরন করা হয়।