মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী,পিরোজপুর,থেকে
ইন্দুরকানী বাজার থেকে সরকারি কলেজ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রালয়ের এক মাত্র রাস্তাটি মাঝ খানে ভাঙ্গনের মুখে কতৃপক্ষ উদাসিন। ইন্দুরকানী এলজিইডি ব্রিজ এর দক্ষিন পাশের এই সড়কে ১০০ ফিটের মত রাস্তা খালের সাথে দেবে গেছে অনেকদিন পর্যন্ত। যেকোন সময ঘটতে পারে বড় ধরণের র্দুঘটনা, এমনকি প্রাণহানির আশঙ্কা ও রয়েছে। এই রাস্তাদিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকের চলাচল। এছাড়া ইজি বাইক রিক্সা, পিক আপ ট্রাক তো রয়েছে ইন্দুকানী বাজারে মালামাল বহেনের সকল গাড়ি এই রাস্তাদিয়ে চলা চলকরে, এই গুরুত্ব পূর্ণ সড়কের পাশে রয়েছে ইন্দুরকানী উপজেলা পরিষদ, ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ , একটি বালিকা বিদ্যালয়,একটি হাইস্কুল সহ কযেকটি প্রাইমারি স্কুললের ছাত্র ছাত্রিদের যাতায়াত। অনেকদিন আগে থেকে রাস্তাটি ভেঙ্গে গেলেও কতৃপক্ষ মেরামতের কোন উদ্যোগ না নেয়ায় হতাশা প্রকাশ করেণ এলাকাবাসী। তাদের দাবি দ্রæত রাস্তাটি মেরামত করা হোক। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল মুজাহিদ জানান,রাস্তাটি দ্রæত মেরামতের ব্যবস্থা নেয়া হবে। উপজেলা ইঞ্জিনিয়র লায়লা মিথুন বলেন। যত দ্রæত সম্ভব আমরা এটা মেরামত করবো। বর্তমানে সড়কটি মেরামতের কাজ কয়েকদিনে মধ্যে শুরু হবে। তবে দেবে যাওয়া রাস্তা স্থায়ী ভাবে মেরামতের জন্য খালের ভিতর পাইলিংকরতে কিছুটা সময় দরকার যত দ্রæত ভাবে পারা যায় আমরা সেই ব্যবস্থা করছি।তিনি বলেন ইন্দুরকানী বাজার থেকে পত্তাশী ভাগলের হাট পর্যন্ত রাস্তা রিপিয়ারের কাজ কয়েকদিন পূবে শুরু হয়েছে।