মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে জোমাদ্দারহাট কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজে বাধাদেয়ার অভিযোগ বালিপাড়া ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য আঃ হাই জেমাদ্দোরের বিরুদ্ধে অভিযোগ করেণ ক্লিনিকের সিএইচ সিপি নাজমুন নাহার। উলেখ্য জেলা স্বাস্থ্য বিভাগের আওতায় পরিচালিত কমিউনিটি ক্লিনক গুলো স্ংস্কারের জন্য টেন্ডার দেয় হয়েছে। জোমাদ্দার হাট ক্লিনিকের কাজ করছেন মেসার্স রোকেয়া এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখানে সংস্কারকাজের তদারকির জন্য জেলা স্বাস্থ্যবিভাগের সহকারি ইঞ্জিনিয়ার মফিজুর রহমান রয়েছেন।
সিএইসিপি নাজমুন নাহার অভিযোগকরে বলেন ১২ মার্চ সকালে যখন মিস্ত্রি, লেবার, কাজে আসেন তখন স্থানিয় ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ও তার ভাই আলমগীর জোমাদ্দার এসে কাজ বন্ধ করতে বলে, আমাদের সাথে যোগা যোগ না করে কেন ছাদের ঢালাই শুরু করলেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় আলমগীর জমাদ্দার লাঠিনিয়ে নাজমুন নাহারকে মারতে আসে এবং নানা রকম হুমকি ধমকি দেয়। এমসয় ৩৪ নং কলারন সঃ প্রঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনার রশিদ উপস্থিত ছিলেন তাকেও গালাগালি করে বলে তিনি জানান।সিএইচসিপি বলেন আঃ হাই জমাদ্দারের সাথে আমাদের পারিবারিক ঝমেলা রয়েছে তিনি প্রায় সময় আমার ক্লিনিকের নানা কাজে বাধা সৃষ্টি করে থাকেন।
অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য ও ক্লিনিকের কমিউনিটি কমিটির সভাপতি আঃ হাই জমাদ্দার বলেন আমি ক্লিনিকের সভাপতি হিসেবে সংস্কার কাজের মানের দিকে লক্ষ রাখছিলাম, আমি বলেছিলাম যে যখন ছাদ ঢালাই দিবে তখন যেন আমায় জানিয়ে ছাদ ঢালাই দেয়া হয় কারণ আমি দেখেছি ছাদে ঠিকমত রড দেয়া হয়নাই। কিন্ত আমাকে না জানিয়ে যখন ডঢালাই শুর হয় তখন আমি বাধা দিয়ে ঠিকমত রডদেয়া জন্য অনুরোধ করি। স্বাস্থ্য বিভাগের তদারকির দায়িত্বে থাকা মফিজুর রহমান আমাকে বলেন রড যেখানে যেখানে লগবে আমি এখনি আনিয়ে ঠিক করেদিব। তখন আমি চলে আসি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মোটেও সত্য নায়। বরং ক্লিনিকের সিএইচসিপি নাজমুন নহার ঠিকাদারের সাখে যোগ সাজোসে কাজের মান ঠিক রাখছেনা। এব্যাপারে আমার কাছে যথেষ্ট প্রমান আছে।