মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
ভোলার চরফ্যাশনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়ার বাসভবন থেকে ১০ জুয়ারিকে চরফ্যাশন থানা পুলিশ আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা ৪নং ওয়ার্ডের ভদ্রপাড়া মালতীয়া বাড়িতে বুধবার সন্ধ্যায় এসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এ ১০জুয়ারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন- শশীভূষণ ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচরী মো. মোস্তাফা (৩৫), ওচমানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী মো.শামিম (৪৫), আজহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপক মজুমদার (৪০) কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়েল সহকারী শিক্ষক তাপস (২৮), লালমোহন উপজেলা ফারজানা রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন(৩২), দুলারহাট ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী আঃ আজিজ(৩০), বোরহার উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় আওলাদ হোসেন, (৩৫) ওচমানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারী আল-আমিন(৩৫), হাজারীগঞ্জ সহকারী ভূমি অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী সোলাইমান (২৬) ও চরফ্যাশন বাজার গ্যাস ব্যবাসায়ী রনজিত (৩০)।
বৃহস্পতিবার (১২মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ভ্র্যাম্যমান আদালতে প্রত্যেক জুয়ারির ৩হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। এছাড়াও এ জুয়ারিদের গ্যাং লিডার লালমোহন কর্তারহাট এলাকার ফারজানা শাওন রত্না সরকারি প্রাথমিক শাহাবুদ্দিন হলেন মুলহুতা। তার নেতৃত্বে চরফ্যাশন প্রতিদিন লাখ লাখ টাকা হাতবদল হয় বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ১০ জুয়ারিকে পুলিশ আটক করে ভ্র্যাম্যমন আদালতে নিয়ে আসলে তাদের প্রত্যেককে ৩হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।