মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
চীনে করোনা মহামারী ক্রমশ নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও বিশ্বেজুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৬৮,৮৬৬ জন। এর মধ্যে ৭৬,৫৯৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। চিকিৎসা চলছে ৮৫,৭৭৬ জনের। আর এই ভাইরাসের থাবার মৃত্যু হয়েছে ৬,৪৯২ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে আরও ৬৬৯ জনের।
এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে ও অন্যকে সচেতন করার জন্য সবার প্রতি পরামর্শ দিয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল রবিবার (১৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সাকিব এই আহ্বান জানান।
সাকিব সেই পোস্টে লিখেছেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’