বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন
মধ্যবয়সী এক ব্যক্তি দুই কলেজ ছাত্রীকে উত্যক্ত করছিলেন চার দিন ধরে। স্থানীয় এক পার্কে ওই দুই বন্ধু সময় কাটাতে গেলে তাঁদের দেখে হস্তমৈথুন করছিলেন তিনি। এমনটাই অভিযোগ করেছেন ওই দুই ছাত্রী। ওই ছাত্রীরা উপস্থিত বুদ্ধির জোরে সেই অভিযুক্তকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন।
সম্প্রতি এ ঘটনা ঘটেছে কলকাতার বেহালা থানার হিন্দুস্তান পার্ক এলাকায়।
ওই দুই কলেজ ছাত্রীর অভিযোগ, গত চার দিন ধরে শেখ সেলিমউদ্দিন নামের এক ব্যক্তি তাঁদের অনুসরণ করছিলেন। রবিবার এলাকার এক পার্কে গেলে পিছনে পিছনে পৌঁছে যান চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি।
ছাত্রীরা জানিয়েছেন, পার্কের গেটের সামনে প্রকাশ্যেই হস্তমৈথুন করতে থাকেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দুই ছাত্রী পাড়ার লোককে বিষয়টি জানান রবিবারই। ঠিক হয়, পরদিন ফের পার্কে যাবেন ওই তরুণীরা। ওই ব্যক্তি ঘটনার পুনরাবৃত্তি করলে, প্রমাণ জোগাড়ের জন্যে ঘটনা ভিডিও করা হবে। সেই কথা মতোই সোমবার আরও এক বান্ধবীকে নিয়ে পার্কে আসেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হয় ওই ব্যক্তিও। অভিযোগ, টিকটক ভিডিও করার ছলে মোবাইল ক্যামেরা অন করলে, ওই ব্যক্তি ক্যামেরাবন্দি হয়ে যায় হস্তমৈথুনরত অবস্থায়। এই সময়েই পাড়ার লোকেরা হাতেনাতে সেই ব্যক্তিকে ধরেও ফেলে । বেহালা থানায় খবর দিলে থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশের হাতে ভিডিও ফুটেজটি প্রমাণ হিসেব তুলে দেওয়া হয়। ভিডিওটি খতিয়ে দেখছে পুলিশ।
এই বিষয়ে বিস্তারিত জানতে ডিসি দক্ষিণ পশ্চিম নীলাঞ্জন বিশ্বাসকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফোন সুইচ অফ পাওয়া গিয়েছে বেহালা থানার ওসিরও।