মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
মো.অহিদ সাইফুল, ঝালকাঠির রাজাপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোঃ দেলোয়ার সিকদার (৫৫) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা সদরের খাদ্যগুদাম সংলগ্ন নির্মানাধীন মডেল মসজিদের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
মোঃ দেলোয়ার পটুয়াখালী জেলার বড় বিঘাই গ্রামের মৃত শানু সিকদারের পুত্র।এ ঘটনায় ট্রাক চালক মোঃ সোহাগ তালুকদারসহ ট্রাকটি(যশোর-ট ০৫-০১২০)আটক করেছে রাজাপুর থানা পুলিশ।ট্রাক সহকারি মোঃ শাওন খলিফা (২০) গনদোলাই শিকার হয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ট্রাক চালক মোঃ সোহাগ তালুকদার জেলার নলছিটি উপজেলার রুপ চন্দ্রপুর গ্রামের মৃত কালাম তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী নির্মান শ্রমিক মোঃ রাশেদ জানায়, মৃত্যু দেলোয়ারসহ অন্যরা ঘটনা স্থলে কাজ করছিল। ঐ বালুবাহী ট্রাকটি বালু আনলোড করতে পিছনে দিকে আসে। এ সময় সবাই ছুটে গিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে পারলেও দেলোয়ার ট্রাকের পিছনের চাকায় চাপা পরে। স্থানীয়রাসহ অন্য নির্মান শ্রমিকরা দেলোয়ারকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় চালক মোঃ সোহাগসহ ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।