রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
সাভারের আশুলিয়ায় ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসরাফিল সরকার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে আশুলিয়ার নরশিংহপুরের বুড়িপাড়া এলাকায় বাসার ছাদে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল আশুলিয়ার বুড়িপারা এলাকার ইয়ার হোসেন সরকারের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, নরশিংহপুরে ছাদ থেকে পড়ে বাচ্চাটির মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি৷ কোনো অভিযোগ না থাকায় মরদেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।