রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সাভারে ছাগলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। দুর্ঘটনায় হাসান (৩০) নামে চালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান জয়পুরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত ট্রাকচালক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় প্রায় ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাট থেকে আসা ঢাকাগামী ট্রাকটি রাত ৩টার দিকে জোড়পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের সহযোগী হাসান নিহত হন।