বুধবার, ২৯ Jun ২০২২, ১২:৪৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেনকে নিয়ে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত ও প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক ও শেয়ার দেয়ায় আইসিটি আইনে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সৌদি আরবের দাম্মাম প্রবাসী মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোজাম্মেল হককে না পেয়ে তার ছোট ভাইকে পুলিশ আটক করেছে।
দাম্মাম বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জ-৫ আসনের বর্তমান সাংসদ আফজাল হোসেন তার একক আধিপত্য বজায় রাখতে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে, তার মতের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীকে থানা পুলিশ দিয়ে বিভিন্ন সময়ে হামলা মামলাসহ নীপিড়ন নির্যাতন করেন। তার এসব অন্যায়ের প্রতিবাদ করলেই থানা পুলিশকে ব্যবহার করেন তিনি।
মোজাম্মেল হকের অভিযোগ, তাকে না পেয়ে তার ছোট ভাই মো. টিটুকে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিজের ছোট ভাইয়ের মুক্তি ও তার নামের মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।
সুত্র সময় টিভি