রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
নেছারাবাদের স্বরূপকাঠি দিক থেকে একটি যাত্রীবাহি বাস পাংশা নামক স্হানে পৌছালে ইজিবাইক ও যাত্রী বাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলে ইজিবািকে থাকা নারী ও একজন পুরুষ যাত্রী তার মাঝে নারী যাত্রী রাস্তায় ছিটকে পড়ে ও পুরুষ যাত্রী অক্ষাত থেকে যায়।
বাসটি রাস্তার উত্তর পাশে সামনের দিক পড়ে গেলে গাড়ীর চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যায় এবং এ বাসে থাক যাত্রী সাধারন দ্রুত গতিতে বাস থেকে নেমে পরে। এতে করে ইজিবাইকটি ভেঙ্গে চুরমার হয়ে যায় ও চালক গুরুতর আহত হয়