সুমন খান বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
জনতাই পুলিশ, পুলিশই জনতা- শীর্ষক বানারীপাড়ায় কমিউনিটি পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বনারীপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ মোড়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ত্ব করেন ৯নং বিটের উপদেষ্টা মোঃ আক্কাস আলী খান। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার। তিনি তার বক্তব্যে বলেন পুলিশের একার পক্ষেই সব সম্ভব নয়, জনগন ও পুলিশের সমন্বয়ে এলাকার মাদক, সন্ত্রাস ও দস্যুতা প্রতিরোধ সম্ভব। জনগণ পুলিশ বাহিনী’কে সহযোগিতা করলে মাদক,সন্ত্রাস ও সব ধরনের অপরাধ জিরো টলারেন্সে আনা সম্ভব। তাই জনতাই পুলিশ,পুলিশই জনতা। ওপেন হাউজ ডে’তে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি তদন্ত জাফর আহম্মদ, সাংবাদিক এস মিজানুল ইসলাম, পৌর কমিশনার অধ্যাপক ইমাম হোসেন, মোঃ ফারুক হোসেন , মোঃ হাবিবুর রহমান প্রমূখ।