সোমবার, ২৭ Jun ২০২২, ০৬:১৩ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য দ্রব্যে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে বৃহষ্পতিবার দুপুরে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মনি শংকর মন্ডল এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন। এ সময়ে ্আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক সুমি রানী মিত্র।
সহকারী পরিচালক মনি শংকর মন্ডল জানান, রাইফা জেনারেল স্টোরকে ৩ হাজার, হোটেল রাজমহলকে ২ হাজার ৫ শত এবং নজরুল স্টোরকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকি কাজে থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।