সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
দিনাজপুরে একটি হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আপন ভাই। মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক এই রায় প্রদান করেন।
সূত্র জানায়, মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলার খয়েরবাড়ী মির্জাপুর গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে মো. মোসলেম উদ্দিন। একই গ্রামের মো. জাফর উদ্দিনের দুই ছেলে মোস্তাফিজুর রহমান বুলবুল ও মো. মামুনুর রশিদ মিলন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মজিবর রহমানের ছেলে সোহেল রানা ওরফে বাবু। রায়ে সোহেল রানা বাবুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।
মামলাটির অন্যতম আসামি একই গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মোছা. মেহেরুনের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়। মামলার আরেক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।
মামলার বিবরণে জানা যায়, পুকুরের মালিকানা ও মাছ চাষ নিয়ে বিরোধের সূত্রে ২০১১ সালের ২৫ জুন খুনের শিকার হন বিরামপুর উপজেলার জোতমাধব গ্রামের ওয়াকিল উদ্দিন মন্ডল। সকালে পুকুরে মাছ ধরার সময় আসামিরা তাকে কুপিয়ে জখম করলে পরে মৃত্যু হয়। এ বিষয়ে ওয়াকিল উদ্দিনের স্ত্রী বিলকিস বানু বাদি হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আলোচিত মামলায় বিচারশেষে মঙ্গলবার তিন জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মো. আজিজুর রহমান ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট মাজাহারুল ইসলাম সরকার।