রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী):-
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোনাগাজীর নবাবপুরে ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজের ব্যক্তিগত উদ্যোগে, স্থানীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন বন্দর মার্কেট যুব সংঘের সার্বিক সহযোগিতায়, ৭ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় নবাবপুর বাজার, ভোরবাজার, মমতাজ মিয়ার হাট, রঘুনাথপুর সহ বিভিন্ন স্থানে কর্মরত স্থানীয় চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, নবাবপুর বন্দর মার্কেট যুব সংঘের উপদেষ্ঠা সামছুল আরেফিন কালা, এছাক ও সাইফুল ইসলাম, যুব সংঘের সভাপতি মহি উদ্দিন মহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন- নবাবপুর বন্দর মার্কেট যুব সংঘের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, মোঃ শাহজাহান, নির্জন, মুন্না ও আনিস প্রমূখ।
বন্দর মার্কেট যুবসংঘের সভাপতি মহি উদ্দিন মহিম জানান, গ্রাম ডাক্তারগণ করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তাদের সুরক্ষার জন্য বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম রাজ তার নিজস্ব অর্থায়নে বন্দর মার্কেট যুবসংঘের সদস্যদের মাধ্যমে পিপিই বিতরণের উদ্যোগ নিয়েছেন, আমরা ইতিমধ্যে ৩০জন চিকিৎসককে দিয়েছি, পর্যায়ক্রমে বাকী চিকিৎসকদের দেওয়ার পরিকল্পনা রয়েছে।