কবিতা: কৃষক বাঁচলে বাঁচবে দেশ,
কলমে: সুবীর সিকদার।
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, ভালো থাকবে বাংলাদেশ, কৃষক, শ্রমিকের থাকল সুখে, ভাত উঠবে সবার মুখে।
কৃষি ক্ষেতের সোনালী ধান, বাড়িয়ে দেয় বাংলার মান,
কৃষি প্রধান বাংলাদেশ, সুন্দর রাখব দেশের পরিবেশ।
কৃষক যদি না বাঁচে, কারা বাঁচবে বাংলাদেশের মানুষ?
বর্তমানে সে দিকেও, সরকারি ভাবে বাড়াতে হবে হুস,
মরণঘাতী এই নোভেল কোভিট-১৯ করোনা ভাইরাস,
কৃষকের পাঁকা ধান,শ্রমিকের অভাবে হয়ে যাচ্ছে শেষ।
ঘর থেকে বের হওয়া নিয়ে, সরকারি নিষেধাজ্ঞা আছে,
তাই ক্ষেতের ফসল ক্ষেতে ধ্বংশ কেউ যাচ্ছেনা কাছে।
সারা দেশের শ্রমিক নেতা যদি,এদের পাশেএসে দাড়ান,
শান্ত হবে কৃষক ভাইদের আহাজারি, হা-হাকারী পরাণ।
কৃষক ঋণ নিয়ে ব্যাংঙ্ক থেকে, ক্ষেতে ধান করেছে চাষ,
সেই ধান যদি না পায় এবার, কৃষকের মনসিকতা শেষ,
বড়লোক পাবে প্রনোদনা প্যাকেজ, কৃষক পাবে ত্রান !
মধ্যবিত্ত সাধারন মানুষ শুধু,সাবান দিয়ে হাত ধুয়েযান।
এই দুঃসময়ে কৃষি ক্ষেতের ধান, কেঁটে ঘরে তুলে দিন,
তাতে যদি শোধ হয়, কৃষকের জীবন ভড়া কষ্টের ঋণ।
এই তো সুযোগ- কৃষক ভাইদের যোজ্ঞ সম্মান দেয়ার,
ভাল লাগলে এই কবিতা আমার,বন্ধুকে করো শেয়ার।