শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী ভান্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে স্বাধীনতা দিবসের পতাকা ওড়েনি কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইন্দুরকানীতে রোযাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বিআরটিসি’র বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত- আহত-২৫ ওটিটিতে পাঠানের মুক্তির পর ক্ষুব্ধ ভক্তরা রোজা শুরু শুক্রবার ভান্ডারিয়াকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় কাউখালীতে আরো ১০০ গৃহহীন পরিবার পেল ঘর আফিফ-সোহানকে বাদ দিয়ে টি-টোয়েন্টির দল ঘোষণা বাংলাদেশের ‘খুশি আছুন্তি, জমি দেখুন্তি, নবীনজির সঙ্গে মিলুন্তি’, বললেন মমতা কাউখালীতে কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাজিরপুরে কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কাউখালীতে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সাহানা ছিদ্দিকা এর ইন্তেকাল ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত ফাঁকা বাড়িতে ইফতার দিতে এসে রোজাদার গৃহবধূকে ধর্ষণ লালমাইয়ে প্রবাসীর স্ত্রী নিখোঁজ
স্বরূপকাঠীতে সুমন মেম্বারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে

স্বরূপকাঠীতে সুমন মেম্বারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে

স্বরূপকাঠি প্রতিনিধি :
পিরোজপুরে নেছারাবাদ স্বরূপকাঠীর  উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের  মেম্বার সুমন হাওলাদারের নামে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে ।৮ নং ওয়ার্ডের একাংশ উড়িবুনিয়া গ্রামের হত দরিদ্র জনগোষ্ঠী। ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার বলেন ,করোনা ভাইরাস শুরু হওয়ার পর, যখন মহামারিতে রূপ নেয়। ঠিক তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কর্মহীন ও হত দরিদ্র অসহায়  মানুষের মাঝে ইউনিয়ন পর্যায়ে খাদ‍্যসামগ্রী পৌছে দেয়া হয়। কিন্তু অসৎ সুমন মেম্বার আমাদের দ্বারা চার সদস‍্য‍ের একটি কমিটি করে খাদ‍্যসামগ্রী বিতরণ করার জন‍্য। অথচ আজ পযর্ন্ত এই এলাকায় তেমন কোন সরকারি খাদ‍্যসামগ্রী ছোঁয়া লাগেনি এবং দেয়া হয়নি। যার কারণে আমি এই কমিটি থেকে বের হয়ে আসছি। অন‍্য‍দিকে ওই এলাকার আছিয়া বেগম ৬০০০টাকা থেকে ৩০০০হাজার টাকা নিয়ে যায় সুমন মেম্বার।এবং ঠিক একই রূপে  মালেকা বেগমের বিধবা ভাতা বাতা থেকে ৬০০০ টাকা থেকে ৩০০০ হাজার টাকা নিয়ে সুমন মেম্বার ‌। সুমন মেম্বার তাদেরকে বলেন অনেক খরচা হয়েছে তো উপরের স্যার কি ম্যানেজ করতে হইবে ৩০০০টাকা লাগবে বলেন সুমন মেম্বার।এবং আছিয়া বেগমের  এর নাতিন তালাকের মারফত ৮০০০ টাকা নিয়ে যায় ওয়ার্ড মেম্বার সুমন হাওলাদার। মৎস ভাতা দেয়ার নাম করে রিপনের ও মনির রিপন বলেন মৎস্য ভাতা দেওয়ার জন্য টাকা লাগবে না দিলে ভাতা কাট হবে না, করার জন্য টাকা দিতে হবে নিকট  ৩০০০ টাকা।  অসহায় হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ হান্নান তালুকদার ,তার পা দুটি হারিয়ে পঙ্গু অবস্থায় বাসায় বসে আছে দেখার কেউ নেই। অথচ  কষ্টের মধ্যেও জীবন-যাপন কাটাচ্ছে হান্নান, একটু সাহায্যের হাত বাড়িয়ে কেউ আসেনি হান্নানের কাছে। অবশেষে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে হান্নান অবশেষে শরণাপন্ন হন সুমন মেম্বারের কাছে।  পঙ্গু ভাতা কার্ডের করার জন্য টাকা দিতে হবে ১৫০০ টাকা। ঠিক সুমন মেম্বার কলে,বলে কৌশলে টাকা নিয়ে নিলো ১৫০০টাকা। আজও হান্নান তালুকদার কিছুই পেল না । সুমন মেম্বারের বিরুদ্ধেে আরো অভিযোগ , হালিমা বেগমের   (৮৫) অসহায় নারী ও স্বামী নেই বয়স হিসাবে পাওয়ার কথা।  তাও পাইনি শরণাপন্ন হন মেম্বারের কাছে ,আমি   সুমন মেম্বারের কাছে অনুরোধ করা সত্ত্বেও আমাকে একটি বয়স্ক ভাতার কার্ড দেয়নি, রহিমা বেগম (৮০) বলেন আমার চেয়ে বয়সে অনেক ছোট তারাও বয়স্ক ভাতা পায় কিন্তু আমি চাইলে আমার নিকট দেড় হাজার থেকে দুই হাজার টাকা দাবি করেন। সুমন মেম্বার ওই এলাকায় চার সদস্যের কমিটির রুবেল মাস্টার নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বলেন ,
সব  কিছু তার কথা চলে, সবাই তার কাছে মেনে  প্রতিনিধি পরিচয়ে সুমন মেম্বারকে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে এলাকাবাসী জা অভিযোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana