বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ার কুখ্যাত ডাকাত কাইউম কবিরাজ ঢাকার সাভার থেকে গ্রেপ্তার অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের প্রতিবাদে ভান্ডারিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ অবস্থান কর্মসূচী (ভিডিও) ভান্ডারিয়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ভান্ডরিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লক্ষ টাকা ছিনতাই  দুই ছিনাতাকারী গ্রেপ্তার ভান্ডারিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ভান্ডারিয়ায় বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেছারাবাদে বন বিভাগের গাছ কেটে নিল দুর্বৃত্তরা কাউখালীতে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বিআরডিবি কর্তৃক মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত নেছারাবাদে জোড়পূর্বক ১৭ লাখ টাকার পাওনার বিপরীতে ২ কোটি টাকার সম্পদ লিখে নেয়ার অভিযোগ ভান্ডারিয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান ভান্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্বার কাউখালীতে পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি হাডুডু টুর্নামেন্ট খেলার উদ্বোধন ভান্ডারিয়ায় ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল জেলের কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ
নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ

নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ

তরিকুল ইসলাম শামীমঃ

ভান্ডারিয়া কাউখালী ও নেছাড়াবাদ উপজেলার মানুষকে এখন থেকে হাটবাজারের খাজনা বাবদ কোনো টাকা দিতে হবে না। এই ঘোষণা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ-সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তিনি এলাকার হাট, বাজার, ঘাট জনসাধারণের জন্য খাজনামুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। এতে ৩ উপজেলার মানুষ ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি বিরাজ করছে।

 

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ভান্ডারিয়া শেখ কামলা পৌর আডিটোরিয়ামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন হাট বাজার ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের আভিযোগ পাওয়া যায়। এমনকি এ নিয়ে সাধারণ মানুষ হয়রানি শিকার হয়। আমার নির্বাচনি এলাকার জনগনের কষ্ট লাঘবের এবং নির্যাতন থেকে মুক্তি দিতে ৩ উপজেলার সব হাট বাজারের খাজনা আমি ব্যাক্তিগতভাবে দিয়ে দিব।

 

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসানি জন্য দেয়া চেয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সৌহার্দ্য ও মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। যাতে অন্যের ওপর কোন অন্যায়-অবিচার বা সন্ত্রাস-জঙ্গিবাদ যেন সৃষ্টি না হতে পারে।

জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া আল কাসেমী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলার এনামুল কবির টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!