শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক জব্দ কাউখালীতে এস ডি এফ অফিসের মালামাল চুরি ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮জন নিহত  সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক : পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুরে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার  কাউখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা থেকে অপহৃত শিশু মঠবাড়িয়ায় উদ্ধার মঠবাড়িয়ায় সীরাত বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্যাংকের সীল জাল করে গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ! কারন দর্শা‌নোর নো‌টিশ ভান্ডারিয়ায় আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা ফেসবুকে লোভনীয় পোস্টের ফাঁদে নারী, টাকা উদ্ধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর কাউখালীতে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু কাউখালীতে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত কাউখালীতে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করে উপজেলা নার্সিং সংস্কার পরিষদ নেছারাবাদে কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি, প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে নারীকে চিকিৎসা না দিয়েই হাসপাতাল ধরিয়ে দিলো বড় অংকের বিল

সিলেটে নারীকে চিকিৎসা না দিয়েই হাসপাতাল ধরিয়ে দিলো বড় অংকের বিল

সিলেটের একের পর এক প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে উঠছে বড় বড় অভিযোগ। ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে এই সব হাসপাতাল গুলোতে ইতোমধ্যে প্রাণ ঝড়ে গেছে ৪ জনের। এই ঘটনার সুবিচার দাবিতে সিলেট যখন ক্ষুব্ধ, ঠিক সেই সময়ে আবারো চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠেছে আরো একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।

অভিযোগকারীর নাম গোলাপ মিয়া। সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের এই ব্যক্তি জানান, কিডনী ও ডায়াবেটিকস সমস্যায় নিজ স্ত্রী নাসিমা আক্তার চৌধুরীকে গেলো ৪ জুন তিনি নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। ভর্তিকালীন অভ্যর্থনায় রোগীর নিয়মিত চিকিৎসক ডাক্তার আলমগীর চৌধুরীকে হাসপাতালে নিয়ে আসার দাবি জানালেও কিডনি বিষয়ে স্পেশালিষ্ট হিসেবে ডা. নাজমুস সাকিব রোগী দেখবেন বলে জানিয়ে দেওয়া হয়।

গোলাপ মিয়া জানান, স্পেশালিষ্ট হিসেবে ডা. নাজমুস সাকিবের নাম বলা হলেও বৃহস্পতিবার থেকে আজ ৬ জুন শনিবার পর্যন্ত হাসাপাতালে কোনো চিকিৎসক প্রবেশ করেননি। তিনি জানান, কতৃপক্ষ স্ত্রী নাসিমা আক্তারকে আইসিসিউতে রাখলেও শনিবার পর্যন্ত ওই রুমে কেউই প্রবেশ করেননি। এ ব্যাপারে বারবার রিসিপশনে কথা বলেও ডাক্তার আসার নিশ্চয়তা পাওয়া যায়নি। তিনি জানান, শনিবার সকাল থেকে রোগীর অবস্থা আরো খারাপের দিকে চলে যেতে থাকলে, আবারো বিষয়টি নিয়ে কর্মরতদের সাথে কথা বলি। কিন্তু তাতেও সাড়া পাননি তিনি। এই অবস্থায় গোলাপ মিয়া স্ত্রীকে বাঁচানোর জন্য দ্রুত ঢাকায় পাঠানোর সিদ্বান্ত গ্রহণ করেন।

খবর পেয়ে রাতেই গোলাপ মিয়ার কাছে ৭৫হাজার টাকার একটি বিল পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালের। বিলের দিকে চোখ পড়তেই দু’চোখ ছানাবড়া হয়ে উঠে। তিনি যোগাযোগ করেন অভ্যর্থনা কক্ষে। কর্মরতরা অপারগতার বিষয়টি বারবার জানিয়ে দিলে গোয়ালা বাজারের চিকিৎসক ইকবাল মাসুদের (ভর্তিকালীণ রেফারেন্স) সহায়তায় ২০ হাজার টাকা দিয়ে আপাতত রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রোগীকে এম্বুলেন্স গাড়িতে তোলেন।

আবেগতাড়িত কণ্ঠে তিনি এই প্রতিবেদককে জানান, কর্তৃপক্ষ শুরু থেকেই অপারগতা প্রকাশ করলে তখন অন্য হাসপাতালে রোগীকে ভর্তি করা যেতো। কিন্তু চিকিৎসা করার প্রতিশ্রুতি দিয়ে এখন রোগীর অবস্থা শোচনীয়। এই অবস্থায় কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষের দায় বহন করার কথা তিনি প্রতিবেদককে জানিয়ে রাখেন।

এদিকে, সিলেটের হাসপাতালগুলোতে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি আজ শুক্রবার (৫ জুন) এসব হাসপাতাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সিলেটের দায়িত্বে নিয়োজিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এক চিঠিতে মন্ত্রী বলেন, ‘সিলেটের বেসরকারী হাসপাতালগুলো নানা অজুহাতে কোন রোগী গ্রহণ করছেন না। ভর্তি বা চিকিত্সা প্রত্যাখ্যান করায় আজ দ্বিতীয় রোগী অ্যাম্বুলেন্সে মারা গেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে একটি বৈঠক করুন। সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার সরকারের যে স্পষ্ট নির্দেশ রয়েছে সেটি জানিয়ে দেন। সাধারণ ও গুরুতর রোগীদের চিকিৎসা প্রদানে অস্বীকারকারী হাসপাতালগুলোর লাইসেন্স প্রয়োজনে স্থগিত করার ব্যবস্থা গ্রহন করুন।

এ ব্যাপারে ডা. নাজমুস সাকিব বলেন, আমি পেশাগত কারণে করোনাকালীন খুব ব্যস্থ সময় কাটাচ্ছি। শামসুদ্দিন হাসপাতালেও আমাকে দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, অভ্যর্থনা কক্ষ থেকে আমাকে রোগীর ব্যাপারে কিছুই জানানো হয়নি। তবে, শনিবার সন্ধ্যায় হাসপাতালে গেলে ওই রোগীর সাথে কথা বলি। তখন রোগীর পক্ষ থেকে ঢাকায় চিকিৎসার জন্য মনস্থির করা হয়। ডা. নাজমুস সাকিব বলেন, রোগীকে কেউ ঢাকা নিয়ে যেতে চাইলে সেখানে তো আমাদের আপত্তি থাকার কথা নয়।

সুত্র ক্রাইম সিলেট

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!