বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ার কুখ্যাত ডাকাত কাইউম কবিরাজ ঢাকার সাভার থেকে গ্রেপ্তার অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের প্রতিবাদে ভান্ডারিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ অবস্থান কর্মসূচী (ভিডিও) ভান্ডারিয়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ভান্ডরিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লক্ষ টাকা ছিনতাই  দুই ছিনাতাকারী গ্রেপ্তার ভান্ডারিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ভান্ডারিয়ায় বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেছারাবাদে বন বিভাগের গাছ কেটে নিল দুর্বৃত্তরা কাউখালীতে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বিআরডিবি কর্তৃক মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত নেছারাবাদে জোড়পূর্বক ১৭ লাখ টাকার পাওনার বিপরীতে ২ কোটি টাকার সম্পদ লিখে নেয়ার অভিযোগ ভান্ডারিয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান ভান্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্বার কাউখালীতে পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি হাডুডু টুর্নামেন্ট খেলার উদ্বোধন ভান্ডারিয়ায় ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল জেলের কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ
আলোচনা ছাড়াই উইন্ডিজ সিরিজে বাদ দেয়া হয়েছিল আমাকে: মাশরাফী

আলোচনা ছাড়াই উইন্ডিজ সিরিজে বাদ দেয়া হয়েছিল আমাকে: মাশরাফী

২০১৯ বিশ্বকাপে খারাপ পারফর্ম করায় অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে কম সমালোচনা হয়নি। এরপর ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে করেন দুর্দান্ত পারফর্ম, ওই সিরিজেই ছাড়েন নেতৃত্ব।

তারপর দীর্ঘ এক বছর কেটে যায় খেলা ছাড়া। ২০২১ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসে উইন্ডিজ। খেলে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট। এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলে সেখানে ছিল না মাশরাফীর নাম।

কিন্তু কোন অজুহাতে বাদ দেয়া হয় দেশের সেরা এই অধিনায়ক ও পেসারকে? এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলেও নির্বাচকরা, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান ফিটনেসের কারণেই বাদ পড়েন মাশরাফী।

তবে কী সত্যিই ফিটনেসের কারণে বাদ পড়েন মাশরাফী? বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাতকার দিতে গিয়ে মাশরাফী বলেন, কুড়ি বছরের ক্যারিয়ারে কখনোই ফিটনেস ইস্যুতে বাদ পড়েননি তিনি। এমন কী ফিটনেসের পরীক্ষায় বেঁধে দেয়া নম্বরের চেয়ে কম পাননি তিনি।

‘আমার যতই ইনজুরি আসুক, যতকিছুই হোক। বিগত বিশ বছরে আমার একটা ফিটনেস টেস্টে ফেল নেই। বাংলাদেশ ক্রিকেট তো আজকের না, ১৯৮০ সাল থেকে। আমি ওই সময় প্লেয়ার ছিলাম না। আমি ২০০১ থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত যেকোনো জায়গায় একটা ফিটনেস টেস্টে আমাকে ফেল দেখান, যেকোনো জায়গায়।’

মাশরাফী আরও বলেন, ‘আমাকে বাদ দেয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে।

মাশরাফী প্রশ্ন রাখেন, যারা তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন তারা আদৌ অফিস করে কি না।

‘অনেকে হয়তো বলেছে মাশরাফি হয়তো ফিট নাও থাকতে পারে। আমি তখন ভেবেছি এরা কি কোনো তথ্য রাখে। দর্শকরা অনেক কিছু না জেনেই বলতে পারে। কিন্তু বিসিবির সঙ্গে সম্পৃক্ত থেকে যারা বলতেছে খুবই অবাক লাগে উনারা কি আসলে আদৌ অফিস করে?’

 

সুত্র barisalcrimetrace.com

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!