মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে পড়ায় ভোগান্তিতে পড়েছে সহস্রাধিক মানুষ। উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের হাওলাদার বাড়ি ও তুষখালী গ্রামের জমাদ্দার বাড়ির সংযোগ খাল ওপর নির্মিত ব্রিজটি গত এক বছর ধরে ভেঙে পড়ে আছে। ব্রিজটি পুণ:নির্মাণ বা সংস্কারের উদ্যোগ না নেয়ায় মঠবাড়িয়া বাজার, গুদিঘাটা বাজার ,তুষখালী বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতসহ কয়েকটি গ্রামের মানুষেরা প্রতিনিয়ত চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। পরবর্তীতে গ্রামের বাসিন্দা ও পিরোজপুর – ৩ আসনের সংসদ সদস্য`র উদ্যোগে ব্রিজের পাশে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করা হলেও বর্তমানে সেটিও নড়বড়ে অবস্থা। এতে কয়েকটি গ্রামের ১০ হাজার মানুষের চলাচল, কৃষিপণ্য আনা নেয়াসহ শিক্ষার্থীরা চরম দূর্ভোগ পোহাচ্ছে।
ওই ব্রিজ থেকে নিয়মিত চলাচলকারী ধানিসাফা এলাকার বাসিন্দা তারেক হাওলাদার জানান, ২৩ বছর আগের নির্মিত সেতুটি বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় পুরোপুরি ভেঙে খালে পড়ে গেছে। চলাচলের জন্য ব্রিজটি নির্মাণ করা হলে আমাদের জন্য উপকার হয়।
ফুলঝুড়ি গ্রামের মাসুম গাজী বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় বিকল্প পথে আমাদের যাতায়াত করতে হয়। এতে শিশু-নারী, বৃদ্ধ, রোগীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তুষখালী ইউনিয়ন তোফেল আকল মমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, এ ব্রিজ পার হয়ে খালের ওপারের শিক্ষার্থীরা এপারের একটি কলেজ, দুটি হাইস্কুল, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া দাখিল মাদরাসায় হাজার হাজার শিক্ষার্থীর পড়াশুনা করে। কিন্তু নড়বড়ে বাঁশের সাঁকোয় তাদেরকে ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়।
উপজেলা এলজিইডি প্রকৌশলী জিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্রিজের অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।