বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে কারখানার ভেতরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন ও কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এ অভিযোগে লাক্সারি আইসক্রিম কারখানায় জরিমানা করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের এনডাব্লিউ বাজারে লাক্সারি আইসক্রিমের কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ভোক্তা অধিকার আইনে (৩৭) এবং (৪২) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. হারুন-অর-রশিদ গাজী।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালবেলাকে বলেন, লাক্সারি আইসক্রিম কোম্পানিটি দীর্ঘদিন যাবত শিশুস্বাস্থ্যে নিষিদ্ধ রং দিয়ে আইসক্রিম তৈরি করে আসছিল। ভোক্তা অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন এবং কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে প্রতিষ্ঠানটি আইসক্রিম তৈরি করছে, যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। একই সঙ্গে অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম স্পটেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।